logo
- - Aug 19, 2019 - Mon

   আন্তর্জাতিক

ফুটওভার ব্রিজ ধসে ভারতে নিহত ৫


ভারতের মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধসে দুই নারীসহ ৫ জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।ব্যস্ততম সময়ে দুর্ঘটনা ঘটে। এ সময় ফুটওভার ব্রিজের ওপর অনেক মানুষ ছিলেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাড়া আশঙ্কা করা হচ্ছে।

টুইট বার্তায় মুম্বাই পুলিশ জানিয়েছে, ফুটওভার ব্রিজটি সিএসটি প্ল্যাটফর্ম ১ এর উত্তরের অংশের সঙ্গে বিটি লেনের অংশকে টাইমস অব ইন্ডিয়া ভবনের সঙ্গে যুক্ত করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দমকম বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর থেকে ফুটওভার ব্রিজটির মেরামত কাজ চলছিল। তবে, কর্তৃপক্ষ তার ব্যবহারও অব্যাহত রাখে।

এই দুর্ঘটনার পর মুম্বাইয়ে যানজট দেখা দিয়েছে। পুলিশ কমিউটার ট্রেনকে বিকল্প রুট ব্যবহারের জন্য বলেছে।

মুম্বাইয়ের জয়েন্ট কমিশনার অব পুলিশ অমিতেশ কুমার বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। অ্যাম্বুলেন্স যাতে সহজে আসতে পারে, সেজন্য এলাকাটি ফাঁকা করা হয়েছে।’

এর আগে ২০১৭ সালে আন্ধেরির এলফিস্টোন ফুটওভার ব্রিজ ধসে পড়লে মানুষের হুড়োহুড়িতে ২৩ জনের মৃত্যু হয়।
আজকের সকল সংবাদ

  বিজ্ঞাপন প্যানেল

  সম্পাদকীয়

  অনলাইন জরিপ

  পুরনো সংখ্যা


   বিজ্ঞাপন প্যানেল